বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টে ২০২৪-২৫ সেশনে ভর্তি চলছে

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!

বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টে ২০২৪-২৫ সেশনে ভর্তি চলছে

ভর্তি যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম ও ২য় বর্ষে অধ্যয়নরত হতে হবে।

সুযোগ সুবিধা সমূহ
  • দ্বিতীয় পর্যায়ের সামরিক বাহিনীর সদস্য হিসেবে দেশ মাতৃকার যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করার সুযোগ।
  • ক্যাডেটদের সরাসরি আইএসএসবিতে অংশগ্রহণের সুযোগ এবং সামরিক অফিসার কর্তৃক নিয়মিত গ্রুমিং করার মাধ্যমে পরীক্ষার জন্য যোগ্য করে তোলা।
  • জুনিয়র ও সিনিয়র সমর বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ যা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট হতেই প্রদান করা হয়৷
  • স্কোয়াড্রন ট্রেনিং ক্যাম্প, উইং ট্রেনিং ক্যাম্প, সেন্ট্রাল ট্রেনিং ক্যাম্প, ব্যান্ড ট্রেনিং, ন্যাশনাল প্যারেড ইত্যাদি সহ বিভিন্ন বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ এবং প্রতি ক্যাম্পে সার্টিফিকেট। উল্লেখ্য ক্যাম্প গুলো বিএনসিসি একাডেমি, বাইপাইল, সাভার সহ বিমান বাহিনীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে।
  • বিডি ০৮ ও ৭.৬২মি.মি. টাইপ-৫৬ চাইনিজ রাইফেলের মাধ্যমে ফায়ারিং করার সুযোগ ও বিভিন্ন ফারায়িং কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ।
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ক্যাডেট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ।
  • পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় দায়িত্ব পালনের সুযোগ।
  • সমাবর্তনসহ বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমের দায়িত্ব পালনের সুযোগ।
  • নিজের সাংস্কৃতিক প্রতিভা (নাচ, গান, আবৃত্তি, অভিনয়, মাইম, বক্তৃতা ইত্যাদি) বিকাশের সুযোগ।
  • সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও স্বেচ্ছাসেবার মানসিকতায় প্রতিকূল যে কোন পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের সুযোগ।
  • লিডারশীপ গ্রো করার এবং দেখানোর দারুন সুযোগ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এবং হেডকোয়ার্টার কর্তৃক সার্টিফিকেট।
  • বাংলাদেশ এয়ারফোর্সের এয়ারবেস পরিদর্শনের সুযোগ।
  • যোগ্যতা ও এক্টিভিটির উপর বার্ষিক বৃত্তি।
অফলাইন/সরাসরি ভর্তি নির্দেশনা

রবি থেকে বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে (সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ টা) শহীদ সার্জেন্ট রুমী ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনসিসি, বিমান শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের অফিসে ভর্তি ফর্ম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

ভর্তি ফি

১৫০ টাকা।

অনলাইন ভর্তি নির্দেশনা

অনলাইনে ভর্তির জন্য নিচের গুগল ফর্মটি পূরণ পূর্বক বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে ১৫০ টাকা পরিশোধ করে ট্রানজেকশন নাম্বার ও নিজের একটি ফরমাল ছবি আপলোড করে ডকে প্রদত্ত ফেসবুক আইডি লিংক দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপে এড করার মাধ্যমে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

Bkash

01743735710

Nagad

01743735710

Rocket

01780675795-8

বিস্তারিত জানতে যোগাযোগ

ক্যাডেট আন্ডার অফিসার্স (সিইউও)

MD Jahid Hasan

01518602970

Md Fakhrul Islam Fahim

01743-735710

Jarin Anjum Tasnim

01786-742469

বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিজেন্টে যোগ দিন।স্বেচ্ছাসেবার মূলমন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে একজন সুনাগরিক হিসেবে গঠন করে দেশ মাতৃকার সেবায় আত্ননিয়োগ করুন।